৫ মিনিটে যেভাবে মেকআপ সারেন আলিয়া

যুগান্তর প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৫, ২১:১৭

অফিসে আগে বলে রেখেছিলেন, বিয়ের পার্টিতে যাবেন। কিন্তু শেষ সময়ে এসে বস ধরিয়ে দিল বাড়তি কাজ। দুই ঘণ্টা আগে আসার বদলে পিছিয়ে গেলেন আধঘণ্টা। বাড়তি খেটে রাস্তার জ্যাম ঠেলে যখন বাসায় ফিরলেন তখন দেখলেন সময় বাকি অল্প।


আঙুলের কড়ে গোনা ওই সময়ে কিভাবে নিজেকে আবারও চাঙ্গা করবেন, সারাদিনের ক্লান্তি ঢাকতে পারবেন, কি করলে দ্রুত মেকআপ সারতে পারবেন? এমন সময়ের জন্যই পাঁচ মিনিটের টোটকা দিয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। ভারতের একাধিক গণমাধ্যম তার সেই টোটকার বিশদ বর্ণনা দিয়েছে।


ত্বক পরিষ্কার করতে এক মিনিট


সারাদিন খেটে আসলে মুখে ক্লান্তির ছাপ পড়বে নিশ্চয়। ক্লান্তি কাটানোর প্রথম শর্ত পরিষ্কার মুখ। ভাল করে মুখ পরিষ্কার না করলে সারা দিনের তেল, ধুলো-ময়লা মুখে জমে থাকবে। তার উপর মুখে যা-ই মাখুন না কেন, ত্বকের গ্লো ফুটবে না। সঙ্গে ত্বকে আর্দ্রতার অভাব যেন না হয়, সেদিকেও খেয়াল রাখতে হবে।


ক্রিম মাখতে এক মিনিট


ফাউন্ডেশন ব্যবহার না করে ঘরোয়া আড্ডার জন্য মুখে মাখতে পারেন বিবি ক্রিম। ফাউন্ডেশনের মতো ভারী না হলেও মুখের খুঁত ঢাকার কাজ ভালই করতে পারে এই ক্রিম। ত্বকের রঙের সঙ্গে ফাউন্ডেশন মেশাতে যে সময় ব্যয় করতে হয়, তার অর্ধেক সময়ও লাগে না বিবি ক্রিম মাখতে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও