দ্বিতীয় দল হিসেবে প্লে অফ নিশ্চিত করল বরিশাল

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৫, ১৭:০১

প্রথম ৮ ম্যাচ থেকে ১২ পয়েন্ট পেয়েছিল ফরচুন বরিশাল। আজ সিলেটকে হারানোয় তাদের নামের পাশে যোগ হয়েছে আরো ২ পয়েন্ট। সবমিলিয়ে ১৪ পয়েন্ট পাওয়ায় প্লে অফ নিশ্চিত হয়েছে ফরচুনদের। এর আগে প্রথম দল হিসেবে এবারের আসরে প্লে অফে গেছে রংপুর রাইডার্স। অন্যদিকে সিলেট কাগজে-কলমে এখনো টিকে থাকলেও, আদতে তাদের প্লে অফের সম্ভাবনা নেই বলা যায়।


মিরপুরে টস জিতে আগে ব্যাট করতে নেমে ১৮ ওভার ১ বলে সবকটি উইকেট হারিয়ে ১১৬ রান সংগ্রহ করে সিলেট। জবাবে খেলতে নেমে ২ উইকেট হারিয়ে ১৬ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় বরিশাল। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৫২ রান করেছেন তামিম ইকবাল।


১১৭ রানের লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো হয়নি বরিশালের। বাজে সময় পার করা তাওহিদ হৃদয়, আজও ব্যর্থ হয়েছেন। ইনিংস ওপেন করতে নেমে ৭ বলে ৬ রানের বেশি করতে পারেননি তিনি। তিনে নেমে হৃদয়ের পথেই হেটেছেন ডেভিড মালান। তার ব্যাট থেকে এসেছে ৮ বলে ৯ রান।



সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও