নিজেদের ফাঁদে ধরা পাকিস্তান, ৩৪ বছরের অপেক্ষার অবসান উইন্ডিজের

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৫, ১৩:০১

যে কৌশলে প্রতিপক্ষকে ঘায়েল করার পরিকল্পনা করেছিল পাকিস্তান, সেটিতে সর্বনাশ হলো তাদেরই। টার্নিং উকেটে টপাটপ পদন হলো তাদের একেকটি উইকেটের। জোমেল ওয়ারিক্যান ও অন্য দুই স্পিনারের দুর্দান্ত পারফরম্যান্সে স্মরণীয় এক জয় দিয়ে প্রায় তিন যুগের খরা কাটাল ওয়েস্ট ইন্ডিজ।


ম্যাচের প্রথম দুই দিন শেষেই পরাজয়ের খড়গ ঝুলছিল পাকিস্তানের সামনে। তৃতীয় দিনে সোমবার খেলা শেষ করতে এক সেশনও লাগেনি ওয়েস্ট ইন্ডিজের। মুলতান টেস্টে ১২০ রানে জিতে দুই ম্যাচের সিরিজ ড্র করল ক্যারিবিয়ানরা।


৩৪ বছরের বেশি সময় পর পাকিস্তানে টেস্ট জয়ের স্বাদ পেল ওয়েস্ট ইন্ডিজ। সবশেষ ১৯৯০ সালে ফায়সালাবাদে ৭ উইকেটে জিতেছিল তারা। ডেসমন্ড হেইন্সের নেতৃত্বে সেই জয়ে বড় ভূমিকা রেখেছিল ক্যারিবিয়ানদের পেস ব্যাটারি- ম্যালকম মার্শাল, কোর্টনি ওয়ালশ, কার্টলি অ্যামব্রোস ও ইয়ান বিশপ। এবার টার্নিং উইকেটে দলকে জেতাল ক্যারিবিয়ান স্পিনত্রয়ী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও