অভিবাসীদের ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
দ্বিতীয় বারের মতো ক্ষমতায় এসে আবারও অভিবাসীদের ওপর কঠোর হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের আদেশ মেনে সি-১৭ বিমানে করে অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর কাজ শুরু করেছে সেনাবাহিনী।
ট্রাম্প তার নির্বাচনী প্রচারে অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং তার দ্বিতীয় মেয়াদ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই এ সম্পর্কিত একাধিক নির্বাহী আদেশ জারি করেছেন।
ট্রাম্প দায়িত্বগ্রহণের প্রথম দিনেই দক্ষিণ সীমান্তে ‘জাতীয় জরুরি অবস্থা’ জারি করেছেন এবং অতিরিক্ত সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছেন। তিনি ‘রিমেইন ইন মেক্সিকো’ নীতি ফের কার্যকর করারও পরিকল্পনা করছেন। এর ফলে মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে চাওয়া ব্যক্তিদের আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মেক্সিকোতেই থাকতে হবে।
হোয়াইট হাউজের মুখপাত্র ক্যারোলিন লেভিটও এক পোস্টে নিশ্চিত করেছেন যে, অভিবাসীদের ফেরত পাঠানোর ফ্লাইট শুরু হয়েছে। এক মার্কিন কর্মকর্তা বলেন, শুক্রবার দুটি সামরিক বিমানে ৮০ জন করে অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে গুয়াতেমালায় নিয়ে যাওয়া হয়েছে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- অবৈধ অভিবাসী
- অভিবাসী