চিরায়ত বাংলা গানের একগুচ্ছ গান গেয়ে মুগ্ধতা ছড়ালেন প্রবাসী শিল্পী জাভেদ ইকবাল। অমর শিল্পী মান্না দে, শচীন দেব বর্মনসহ কালজয়ী শিল্পীদের গানের মূর্ছনা তন্ময় হয়ে উপভোগ করেন শ্রোতারা। পাশাপাশি নিজের লেখা ও সুর করা গানও গেয়ে শুনান শিল্পী।
শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা গ্যালারিতে বসেছিল এই শিল্পীর ‘মাটির টানে’ শীর্ষক একক সঙ্গীত আসর।