পাঠ্যবইয়ে পরিবর্তনের সঙ্গে আছে অসংগতি

প্রথম আলো প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৫, ০৮:৪৬

এবারের সপ্তম শ্রেণির নতুন একটি বইয়ে ‘লাখো শহিদের রক্তের বিনিময়ে’ বাংলাদেশ প্রতিষ্ঠা লাভ করেছে বলে উল্লেখ করা হয়েছে। যদিও একই শ্রেণির একই বিষয়ের পুরোনো বইয়ে ৩০ লাখ শহীদের কথা বলা হয়েছিল। আবার তৃতীয় ও চতুর্থ শ্রেণির নতুন পাঠ্যবইয়ে ৩০ লাখ শহীদের তথ্য উল্লেখ করা হয়েছে।


সপ্তম শ্রেণির আরেকটি বই থেকে ক্রিকেটার শচীন টেন্ডুলকার, সাবেক তারকা ফুটবলার কাজী সালাহউদ্দিন ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের ছবি বাদ দেওয়া হয়েছে।


প্রাথমিক ও মাধ্যমিকের নতুন পাঠ্যবইয়ে এ রকমভাবে কিছু পরিবর্তন করা হয়েছে। এসব পরিবর্তনের ক্ষেত্রে কিছু কিছু ভুল ও অসংগতিও চিহ্নিত হচ্ছে। কিছু কিছু ভুল সংশোধনও করেছে বিনা মূল্যের বই তৈরি ও বিতরণ সংস্থা এনসিটিবি।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও