খাবারে অরুচির কোনো ওষুধ কি আছে
প্রথম আলো
প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৫, ১৭:১৫
চিকিৎসকের কাছে রোগীরা হামেশাই তাঁদের রুচি কমে যাওয়া নিয়ে অভিযোগ করেন। জানতে চান কীভাবে, কী খেলে রুচি ফিরবে, খাবার খাওয়ার ইচ্ছা বাড়বে। এ জন্য কোনো ওষুধ আছে কি না, এটাও প্রায় সবাই জানতে চান।
আসলে খাবার বা ঘুম, যে অভ্যাসের কথাই ধরি না কেন, প্রত্যেক মানুষই কিন্তু আলাদা। কারও রুচি জন্মগতভাবেই বেশি, আবার কেউ প্রকৃতিগতভাবেই স্বল্পাহারী। এখানে জোরজবরদস্তি বা ওষুধের স্থান তেমন নেই। তবে কখনো কখনো কিছু রোগ বা শারীরিক সমস্যার কারণে হুট করেই রুচি কমে যেতে পারে।
হালের ডেঙ্গু বা ভাইরাস সংক্রমণ থেকে শুরু করে ক্যানসার, যক্ষ্মাসহ যেকোনো দীর্ঘমেয়াদি রোগে কমতে পারে রুচি। ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায়ও অনেক সময় রুচি কমে যায়। মানসিক সমস্যায় রুচি–স্বল্পতা হতে পারে।