পুলিশকে রাজনৈতিক হাতিয়ার বানানো বন্ধ হবে কি

প্রথম আলো মো. ইমরান আহম্মেদ প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৫, ১৮:৫৪

এ কথা নির্দ্বিধায় বলা যায়, বাংলাদেশ পুলিশ খুবই কঠিন এক সময় পার করছে। ইতিহাসের পরম্পরায় নানা ধরনের চড়াই-উতরাই পেরিয়ে এগিয়ে চলা এই বাহিনীকে রাজনৈতিক শক্তির অপরিণামদর্শী ব্যবহারে চরম বিপর্যস্ত এক সময়ের মুখোমুখি হতে হয়েছে।


কিন্তু যাঁরা এমনটা করার নেতৃত্ব দিয়েছেন, তাঁরা সুযোগ বুঝে ঠিকই সটকে পড়েছেন। চরম বিপদে রেখে গেছেন বাকি পুলিশ সদস্যদের, যাঁরা নিতান্তই কেবল দেশের কথা ভেবে, নিজের পরিবারের প্রয়োজনে এ চাকরি করেন।


পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, ৫ আগস্টের পরবর্তী সময়ে ১৮৭ জন পুলিশ সদস্য কাজে যোগদান করেননি; যদিও কেউ কেউ দাবি করছে, হয়তো সংখ্যাটি একটু বেশি হতে পারে।


কিন্তু বর্তমানে বাংলাদেশ পুলিশে ২ লাখ ১৩ হাজারের মতো সদস্য আছেন, যাঁরা ৫ আগস্টের আগেও ছিলেন, এখনো আছেন; আমার ভাবনার জায়গাটি হলো তাঁদের নিয়ে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও