বিচ্ছেদ ভুলে কি তবে এক হচ্ছেন মালাইক-অর্জুন

যুগান্তর প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৫, ১৬:১২

বিয়ের করে সংসার, সেখান থেকে বিচ্ছেদ। এরপর প্রেম, আবার সেই প্রেমসম্পর্কও বিচ্ছেদ। বর্তমানে সিঙ্গেল আছেন। বলিউড অভিনেত্রী মালাইকা অরোরার জীবনে এমনই প্রেমসম্পর্ক আর বিচ্ছেদ ঘুরপাক খাচ্ছে। অবশেষে দেখা গেল অভিনেত্রীর ভিন্নরূপ। 


অভিনেতা আরবাজ খানের সঙ্গে সম্পর্ক ভেঙেছে অনেক বছর হয়ে গেল। সম্প্রতি সাবেক প্রেমিক অর্জুন কাপুরের সঙ্গেও বিচ্ছেদের পথে হেঁটেছেন মালাইকা অরোরা। বর্তমানে একা জীবন চলছে অভিনেত্রীর। কিন্তু দেখা গেছে, আবার সেই প্রেমিক অর্জুনের সঙ্গেই বন্ধুর বাগদান অনুষ্ঠানে নজর কাড়লেন মালাইকা। তবে কি আবার জোড়া লাগতে চলেছে অর্জুন-মালাইকার প্রেমসম্পর্ক?


জানা গেছে, মালাইকা ও অর্জুনকে ফের মেঘনা সিংয়ের বাগদান অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে। তবে এটি তাদের পুরোনো সম্পর্ক জোড়া লাগার কোনো ইঙ্গিত বলা ঠিক হবে না। কারণ মেঘনা তাদের দুজনেই বন্ধু। আর মেঘনার বাগদান অনুষ্ঠানে দুজনেই আমন্ত্রিত ছিলেন। তবে তাদের একফ্রেমে ধরা যায়নি। আলাদা আলাদাভাবেই এসেছিলেন তারা। লাল শাড়িতে নজর কেড়েছিলেন মালাইকা। সঙ্গে বেছে নিয়েছিলেন ভারি সোনার গহনা। আর অভিনেতা অর্জুন কাপুর ধরা দিয়েছিলেন একটি কালো স্যুটে। 


তবে কেবল বাগদানের অনুষ্ঠানে নয়, এর আগেও মালাইকা ও অর্জুনকে একসঙ্গে দেখা গিয়েছিল। গত সপ্তাহে তাদের বান্দ্রার লীলাবতী হাসপাতালে। সেখানে সাইফ আলি খানকে তারা দেখতে গিয়েছিলেন। হাসপাতাল থেকে বেরোনোর সময় অভিনেত্রী মালাইকা তার গাড়ির দিকে যাচ্ছিলেন, আর অর্জুন কাপুরও সেদিকেই যাচ্ছিলেন। তখনই পাপারাজ্জিদের  ক্যামেরায় ধরা পড়েন তারা। তাদের সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও