কীভাবে এত সবজি ফলে ডালিয়ার ছাদবাগানে?
প্রথম আলো
প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৫, ১৭:১৯
ফেসবুকের কল্যাণে ঢাকার যে কয়টি ছাদবাগানের দিকে বাগানপ্রেমীদের কৌতূহল, তার মধ্যে ডালিয়া কবির অন্যতম। যাত্রাবাড়ী অঞ্চলের এই বৃক্ষপ্রেমীর গড়া ছাদবাগান সব দিক থেকেই দৃষ্টিনন্দন। তাঁর বাগানের ছবির পোস্টে সবাই যেভাবে লাইক–কমেন্ট করেন, তাতেই নাকি আরও বেশি করে অনুপ্রাণিত হন এই নারী। এই শীতের মৌসুমেও তাঁর বাগানে থরে থরে সাজানো শাকসবজির বেড।
ছাদের মাঝখানটা নিজেদের ব্যবহারের জন্য রেখে চারপাশ ঘিরে টব আর লম্বাটে সবজির বেড। সেখানে লতানো সবজির জন্য মাচা উঠে গেছে সিঁড়িঘরের ছাদ পর্যন্ত। আর সেই মাচা থেকেই ঝুলে আছে লাউ, মিষ্টিকুমড়া, শসা, বরবটি, চালকুমড়া, ধুন্দুল, চিচিঙ্গা, করলা ইত্যাদি। এসব সবজির বেশির ভাগ নিজেই বীজ থেকে চারা করে বপন করেছেন ডালিয়া কবির। কিছু কিছু চারা কেনাও।