পোশাকশিল্পের সামনে বহুমুখী চ্যালেঞ্জ

কালের কণ্ঠ আশিকুর রহমান তুহিন প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৫, ১০:৩৫

চার দশকেরও বেশি সময় ধরে নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশের পোশাকশিল্প বিশ্বব্যাপী এক সম্মানজনক অবস্থানে পৌঁছেছে। ‘মেড ইন বাংলাদেশ’ ট্যাগটি এখন পৃথিবীজুড়ে সুপরিচিত। ১৯৭০-এর দশকের শেষ দিকে বাংলাদেশে পোশাকশিল্পের যাত্রা শুরু হয়। আজ বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ।

বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান খাত হিসেবে পোশাকশিল্পের এই অসামান্য অগ্রগতি একদিকে যেমন দেশের জন্য গর্বের বিষয়, তেমনি এর প্রবৃদ্ধি অব্যাহত রাখাও আমাদের জন্য অত্যন্ত জরুরি।


বিগত বছরগুলোতে পোশাকশিল্পের এই প্রবৃদ্ধি এবং উন্নয়ন দেখে এটা মনে হতে পারে যে বাংলাদেশের পোশাক খাত একটি ভালো অবস্থানে রয়েছে। এটি বাস্তব যে নানা ঝঞ্ঝা এবং প্রতিবন্ধকতার মধ্য দিয়েও পোশাকশিল্প একের পর এক বাধা অতিক্রম করে তার প্রবৃদ্ধি ধরে রাখতে সক্ষম হয়েছে। তবে পোশাকশিল্পের এই প্রবৃদ্ধি শিল্পের প্রকৃত অবস্থার প্রতিফলন নয়।

বাস্তবে পোশাকশিল্প নানাবিধ সমস্যা এবং চ্যালেঞ্জের সম্মুখীন।


উৎপাদন খরচের বৃদ্ধি পোশাকশিল্পের একটি বিশাল সমস্যা। গত পাঁচ বছরে পোশাকের গড় উৎপাদন খরচ প্রায় ৫০ শতাংশ বেড়েছে। বিশেষভাবে জানুয়ারি ২০২৪ থেকে ন্যূনতম মজুরি ৫৬ শতাংশ বেড়েছে, যা সরাসরি উৎপাদন খরচকে বাড়িয়ে দিয়েছে।

এ ছাড়া বিদ্যুতের মূল্য বেড়েছে ৩৩ শতাংশ, গ্যাসের মূল্য বেড়েছে ২৮৬ শতাংশ এবং ডিজেলের মূল্য বেড়েছে ৬৪ শতাংশ। এসব কারণে পরিবহন খরচসহ সার্বিক উৎপাদন খরচ বেড়ে গেছে। এই খরচ বৃদ্ধি শুধু  শিল্পের প্রতিযোগিতার সক্ষমতায় প্রভাব ফেলছে তা নয়, বরং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোশাক খাতের অবস্থানকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে।


কয়েক বছর ধরে পোশাক কারখানাগুলোতে গ্যাস সরবরাহে সমস্যা হচ্ছে। তাতে কারখানাগুলোতে কাজ থামিয়ে রাখতে হচ্ছে।



তা ছাড়া অনেক কারখানাকে বিকল্প জ্বালানি হিসেবে ডিজেল ব্যবহার করে উৎপাদনব্যবস্থা চালিয়ে যেতে হয়। এতে উৎপাদন খরচ বৃদ্ধি পাচ্ছে। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে কারখানাগুলোর পক্ষে উৎপাদন ও সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভবপর হবে না। এতে পোশাক রপ্তানির ওপর ব্যাপক প্রভাব পড়বে। এ ক্ষেত্রে সরকারকে অগ্রাধিকার ভিত্তিতে শিল্পগুলোতে পর্যাপ্ত গ্যাস সরবরাহ নিশ্চিত করতে হবে, যাতে কারখানাগুলো তার সক্ষমতার পূর্ণ ব্যবহার করে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখতে পারে।


বাংলাদেশে বর্তমানে ব্যাংকঋণের সুদের হার ১৪ শতাংশ-১৫ শতাংশ, যা ব্যবসায় নেতিবাচক প্রভাব ফেলছে। পোশাক খাতে যারা ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করছেন, তাদের জন্য উচ্চ সুদের হার একটি বড় প্রতিবন্ধকতা। উচ্চ সুদের ফলে ব্যাবসায়িক খরচ বাড়ছে, আর্থিক খাতে অনিশ্চয়তা বাড়ছে এবং ব্যাংক থেকে ঋণ নেওয়া আরো কঠিন হয়ে পড়ছে। ফলে এই খাতে নতুন বিনিয়োগ নিরুৎসাহ ও বাধাগ্রস্ত হবে, যা শিল্পের প্রবৃদ্ধিকে ব্যাহত করবে।


বাংলাদেশের এলডিসি (স্বল্পোন্নত দেশ) থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ পোশাকশিল্পের জন্য একটি বড় চ্যালেঞ্জ। কারণ বর্তমানে এলডিসি সুবিধার আওতায় বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য দেশে শুল্কছাড় পেয়ে থাকে। উন্নয়নশীল দেশে উত্তরণের পর এসব সুবিধা বাতিল হয়ে যাবে। এর ফলে পোশাকশিল্পের রপ্তানি খরচ বৃদ্ধি পাবে এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতা করা আরো কঠিন হয়ে পড়বে। বিশেষ করে ইউরোপ ও আমেরিকায় আরো উচ্চ শুল্ক আরোপিত হলে বাংলাদেশের পোশাকশিল্পের জন্য বাজার ধরে রাখা কঠিন হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও