বড় পরিসরে আসছেন প্রান্তর
দুই বছর আগে গৌতম কৈরীর ‘আন্তঃনগর’ দিয়ে শুরু হয়েছিল। এরপর গত বছর কয়েকটি আলোচিত নাটক ও ওটিটির প্রকল্পে তাঁকে দেখা গেছে। তবে বছরের বড় চমকের তখনো বাকি ছিল। ডিসেম্বরে মোস্তফা সরয়ার ফারুকী তারকাবহুল প্রকল্প ‘৮৪০’-তেও ছিলেন প্রান্তর। প্রেক্ষাগৃহ ও টিভিতে মুক্তির পর থেকে ‘৮৪০’-এর ‘সুমন’ চরিত্রের জন্য প্রশংসা ভাসছেন এই তরুণ অভিনেতা। জানালেন, ক্যারিয়ারের শুরুর দিকেই ফারুকীর মতো নির্মাতার সঙ্গে কাজের সুযোগ পেয়েছেন, এটাই তাঁর কাছে অনেক বড় ব্যাপার।
‘আমার চরিত্রটি নিয়ে সরয়ার ভাই দারুণভাবে ব্রিফ করেছিলেন, আত্মবিশ্বাস নিয়ে কাজটা করতে পেরেছি। যত দিন গেছে, তত সবার চরিত্রের সঙ্গে কানেক্টেড ফিল করেছি। আমি চরিত্রটি খুব মন দিয়ে করতে পেরেছি। এ জন্যই হয়তো দর্শক পছন্দ করেছেন,’ বললেন প্রান্তর। ‘৮৪০’-এর সুমন তরুণ নেতা, বিপ্লবী রাজনৈতিক চিন্তাভাবনায় বিশ্বাসী। একই সঙ্গে সে প্রেমিকও বটে।