ভালোবাসা দিবসে আসছে কেয়া পায়েলের নাটক
বণিক বার্তা
প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৫, ১০:২০
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। সময়ের জনপ্রিয় সব তারকার বিপরীতে কাজ করেছেন এ অভিনেত্রী। এরই মধ্যে অভিনয়ে নিজের জায়গা শক্ত করেছেন। যেকোনো উৎসব কেন্দ্র করে সে ব্যস্ততা বেড়ে যায় আরো দ্বিগুণ। তাই তো নির্মাতাদের পছন্দের তালিকায় তিনি আছেন এখন ওপরের দিকে। সামনে ভালোবাসা দিবসকে কেন্দ্র করে বেড়েছে নাটকের ব্যস্ততা।
নিজের কাজের ব্যস্ততা নিয়ে এ অভিনেত্রী বলেন, ‘অভিনয় আমার প্যাশন। এ কাজের জন্যই আজ আমি কেয়া পায়েল। তাই অভিনয়ের গুরুত্ব আমার কাছে সবচেয়ে বেশি। তবে এখন আমি আগের তুলনায় কাজ অনেক কমিয়ে দিয়েছি। এর কারণ আমি বেছে বেছে কাজ করছি। সব ধরনের নাটকে এখন আর আমি অভিনয় করছি না। আগে গল্প পড়ি, তারপর সিদ্ধান্ত নিই কাজটি করব কিনা। আমি মনে করি, কাজ কম হোক, কিন্তু ভালো হোক। বিষয়টি মাথায় রেখে ভালোবাসা দিবসের জন্য বেশ কয়েকটি নাটকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছি।’