‘বিগ বস ১৮’ বিজয়ী করণবীর : যত টাকা জিতলেন অভিনেতা

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৫, ১১:৪৩

রিয়্যালিটি শো-এর মধ্যে অন্যতম বিগ বস। টেলিভিশনে সম্প্রচারের পর ডিজিটাল প্ল্যাটফর্মেও হিট এই শো। এদিকে ‘বিগ বস ১৮’-এর বিজয়ী কে হবে, সেটা জানার জন্য অধীর অপেক্ষায় ছিলেন দর্শক। 


ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, রোববার গ্র্যান্ড ফিনালের মঞ্চ থেকে শো-এর সঞ্চালক সালমান খান বিগ বসের এই সিজনের বিজয়ী হিসেবে করণবীর মেহেরার নাম ঘোষণা করেন।


ফাইনালে করণের প্রতিদ্বন্দ্বী ছিলেন ভিভিয়ান ডিসেনা। তবে দর্শকের ভোটের বিচারে করণ অনেকটাই এগিয়ে ছিলেন ভিভিয়ানের চেয়ে। মুনওয়ার ফারুকী, এমসি স্ট্যান, তেজস্বী প্রকাশের মতো বিগ বস জয়ী অন্য তারকার সঙ্গে এবার নাম লেখালেন করণ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও