‘ধর্মের কল বাতাসে নড়ে’
‘ধর্মের কল বাতাসে নড়ে!’ এটি একটি প্রবাদ বাক্য। আমরা অনেক সময় গুরুত্বপূর্ণ কিছু বোঝাতে গিয়ে প্রবাদ বাক্য ব্যবহার করে থাকি। যে বাক্য বা উক্তি সংক্ষিপ্ত আকারে এবং রূপক আকারে বিশেষ অর্থ বহন করে, যার মাঝে কোনো বাস্তব সত্য নিহিত রয়েছে এবং দীর্ঘদিন ধরে লোকের মুখে মুখে চলে আসছে, তাকেই আমরা প্রবাদ বাক্য বলে থাকি। প্রবাদ হলো লোকসমাজের অভিজ্ঞতার নির্যাস; জীবন, জগৎ ও সমাজ সম্পর্কে মানুষের বাস্তব অভিজ্ঞতাপ্রসূত উক্তি। এই প্রবাদ আমাদের লোকসাহিত্যের একটি বিশেষ অংশ। প্রবাদ অতীতের বিষয় হয়েও সমকালকে সবচেয়ে বেশি স্পর্শ করে।
আমি শিরোনামে যে প্রবাদ বাক্যটি উল্লেখ করেছি, তার অর্থ হলো, সত্য কখনো গোপন থাকে না। অর্থাৎ অন্যায় করে কেউ সাময়িকভাবে সত্যকে ধামাচাপা দিতে পারে, কিন্তু একটা সময় সত্য প্রকাশ পাবেই। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সদস্যদের দুর্নীতির যে কিচ্ছাকাহিনি বেরিয়ে আসছে, তার প্রতি ইঙ্গিত করেই এই শিরোনাম বেছে নেওয়া। শেখ হাসিনার পরিবারের অর্থ লোপাটের কাহিনি অনেক আগে থেকেই মানুষ শুনেছে। তবে এখন যেমনভাবে শোনা যাচ্ছে আগে সেভাবে শোনার কোনো সুযোগ ছিল না। তথাকথিত ডিজিটাল আইন দিয়ে শেখ হাসিনা যেভাবে বাক্স্বাধীনতার টুঁটি চেপে ধরে রেখেছিলেন, তাতে কারও সাধ্য ছিল না তাঁর পরিবারের সদস্যদের দুর্নীতি নিয়ে এমনভাবে প্রকাশ্যে কথা বলা বা লেখালেখি করা। আগে তাঁর পরিবারের কারও কারও অর্থ কেলেঙ্কারি নিয়ে কদাচিৎ খবর শোনা গেলেও, শেখ হাসিনার নিজের অর্থলুটের কোনো ঘটনা নিয়ে কথা বলা কল্পনাও করা যেত না। তাঁকে নিয়ে
- ট্যাগ:
- মতামত
- অনিয়ম
- অনিয়ম-দুর্নীতি
- অনিয়ম ও দুর্নীতি