মেডিকেলে ভর্তি: প্রশ্ন সহজ, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৫, ১২:২৪
২০২৪-২৫ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। তারা বলছেন, প্রশ্ন সহজ হয়েছে, কমন পড়েছে।
শুক্রবার বেলা ১১টার পর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্র থেকে বেরিয়ে শিক্ষার্থীরা তাদের উচ্ছ্বাস প্রকাশ করেন। ডজনখানেক শিক্ষার্থীর সঙ্গে কথা হয় জাগো নিউজের। তারা পরীক্ষা দিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।
জাগো নিউজকে রংপুর ক্যান্টনমেন্টের কৌশিক জানিয়েছেন, প্রশ্ন সহজ ও কমন পড়েছে। ভালো পরীক্ষা দিয়েছি।
নরসিংদী বিজ্ঞান কলেজের সুমাইয়া জানিয়েছেন, প্রশ্ন সহজ ছিল। কমন পড়েছে।