ইউক্রেনের জ্বালানি খাত লক্ষ্য করে ‘ব্যাপক’ রুশ হামলা
রাশিয়া ইউক্রেনের জ্বালানি খাত লক্ষ্য করে বহু ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে। কিয়েভ বুধবার এ তথ্য জানিয়েছে। এই হামলার মাত্র এক দিন আগেই কিয়েভ জানিয়েছিল, তারা যুদ্ধে সবচেয়ে বড় বিমান হামলা চালিয়েছে, যেখানে যুদ্ধক্ষেত্র থেকে কয়েক শ কিলোমিটার দূরে রুশ সামরিক কারখানা ও জ্বালানি কেন্দ্রগুলো লক্ষ্য করা হয়েছিল।
ইউক্রেনীয় বিমানবাহিনী জানিয়েছে, রাশিয়া গত রাতে ৪৩টি ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ৭৪টি ড্রোন নিক্ষেপ করেছে, যা মূলত পশ্চিম ইউক্রেনের স্থানগুলো লক্ষ্য করেছে।
ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘আরেকটি ব্যাপক রুশ হামলা। শীতের মাঝেও রুশদের লক্ষ্য একই রয়ে গেছে : আমাদের জ্বালানি খাত।’
এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে নিশ্চিত করেছে, তাদের বাহিনী জ্বালানি স্থাপনাগুলোর ওপর ‘উচ্চ নির্ভুল’ আক্রমণ চালিয়েছে, যেগুলো ‘ইউক্রেনের সামরিক শিল্প কমপ্লেক্সকে সহায়তা করে’। এ ছাড়া সব নির্ধারিত লক্ষ্যস্থলেই আঘাত করা হয়েছে বলেও তারা ফের দাবি করেছে, কিন্তু ইউক্রেনীয় বিমানবাহিনী জানিয়েছে, ৩০টি ক্ষেপণাস্ত্র ও ৪৭টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।