তিন দিনের বৈঠকের পর ইস্তাম্বুলে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে হওয়া আলোচনা কার্যত ভেস্তে গেছে। কাতার ও তুরস্কের মধ্যস্থতায় এই আলোচনার লক্ষ্য ছিল সীমান্তে সহিংসতা ও সংঘর্ষের অবসান ঘটানো।
দোহায় প্রথম দফার আলোচনার পর গত ১৯ অক্টোবর দুই দেশের মধ্যে এক সপ্তাহব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষের একটি অস্থায়ী যুদ্ধবিরতি হয়। কিন্তু বিশ্লেষকরা বলছেন, সেই চুক্তিকে স্থায়ী শান্তিতে রূপ দিতে দুই পক্ষের গভীর অবিশ্বাস ও রাজনৈতিক হিসাবনিকাশ বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। খবর আল জাজিরার।
পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা জানান, সোমবারের (২৭ অক্টােবর) বৈঠক প্রায় ১৮ ঘণ্টা ধরে চলে। কিন্তু আফগান প্রতিনিধি দল ইসলামাবাদের মূল দাবি — আফগান ভূখণ্ডে পাকিস্তান তালেবান (টিটিপি) দমন থেকে সরে আসে। কর্মকর্তাদের দাবি, ‘কাবুলের নির্দেশেই’ আফগান দল বারবার অবস্থান পরিবর্তন করে।
অন্যদিকে কাবুলের পক্ষ থেকে অভিযোগ তোলা হয় যে, পাকিস্তানি প্রতিনিধিরা স্পষ্ট যুক্তি না দিয়ে বারবার বৈঠক ত্যাগ করেছেন, ফলে ‘সমন্বয়ের অভাব’ দেখা দেয়।
আফগান দলের নেতৃত্ব দেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের প্রশাসনিক উপমন্ত্রী হাজি নাজিব। তবে পাকিস্তানের পক্ষ থেকে কারা আলোচনায় অংশ নিয়েছেন তা প্রকাশ করা হয়নি।