You have reached your daily news limit

Please log in to continue


ভারতের অন্ধ্র উপকূলে মোনথার আঘাত, ১ জনের মৃত্যু

ভারতের অন্ধ্র উপকূলে তাণ্ডব চালিয়ে অন্তত একজনের মৃত্যু ঘটিয়েছে প্রবল ঘূর্ণিঝড় মোনথা।

ঘণ্টায় ১১০ কিলোমিটার গতির বাতাসের শক্তি নিয়ে মঙ্গলবার রাত আড়াইটার দিকে অন্ধ্র প্রদেশের উত্তর-পশ্চিম উপকূলবর্তী অঞ্চলে আছড়ে পড়ে মোনথা।

প্রবল ঝড়ো হওয়ায় ভারতের এ রাজ্যে বহু গাছপালা ভেঙে পড়ে, বেশ কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ঘূর্ণিঝড়ের প্রভাবে পাশের রাজ্য ওড়িশার ১৫টি জেলার জনজীবনও বিপর্যস্ত হয়ে পড়ে।

এনডিটিভি লিখেছে, অন্ধ্র প্রদেশের কোনাসীমা জেলায় একটি গাছ ভেঙে ঘরের ওপর পড়লে এক বৃদ্ধার প্রাণ যায়। একই জেলায় ঝড়ের মধ্যে নারিকেল গাছ উপড়ে পড়ে আহত হন এক কিশোর এবং এক অটোরিকশা চালক।

ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি) জানায়, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে অন্ধ্র প্রদেশের মাছিলিপত্তম ও কলিঙ্গপত্তমের মধ্যবর্তী কাকিনাড়া এলাকা দিয়ে উপকূল অতিক্রম করে স্থলভাগে উঠে আসতে শুরু করে প্রবল ঘূর্ণিঝড় মোনথা।

অন্ধ্র প্রদেশের কাকিনাড়া, কৃষ্ণা, এলুরু, পূর্ব গোদাবরী, পশ্চিম গোদাবরী, ড. বি আর আম্বেদকর কোনাসীমা, এবং আল্লুরি সিতারামা রাজু জেলার চিন্তুরু ও রামপাচোদাভারাম এলাকায় ঘূর্ণিঝড়ের প্রভাব পড়ে সবচেয়ে বেশি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন