ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দিন : সাইফুল হক

কালের কণ্ঠ প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৫, ২২:২৭

সংকট মোকাবেলায় দ্রুত নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়ে বাংলাদেশের বিপ্লবী ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক মো. সাইফুল হক বলেছেন, সংস্কারের নামে ইচ্ছা করে আপনাদের (অন্তর্বর্তী সরকারের) মেয়াদ বাড়াবেন না। আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দিন।


মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়াকার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান ও মীর মোফাজ্জল হোসেন মুশতাক, বিপ্লবী যুব সমাজের আহ্বায়ক বাবর চৌধুরী প্রমুখ।


সংবাদ সম্মেলনে সাইফুল হক বলেন, অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দল ও জনগণের নজিরবিহীন বিপুল সমর্থনকে উপযুক্তভাবে কাজে লাগাতে পারছে না। নিজেদের আসল কাজে প্রয়োজনীয় মনোযোগ না দিয়ে তাদের নানা দিকে ঝুঁকে পড়ার প্রবণতা দেখা যাচ্ছে। মাঝেমধ্যে তারা খেই হারিয়ে ফেলছেন এবং নন-ইস্যুকে তারা বড় ইস্যু করে তুলছেন। এমতাবস্থায় দেশের সার্বিক পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার ইচ্ছাকৃতভাবে কালক্ষেপণ করে ক্ষমতার টিকে থাকার চেষ্টা করলে ঝুঁকিতে পড়বে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও