বিশ্বব্যাংকের টাকায় ‘এজ প্রকল্প’ নিয়ে খামখেয়ালি
দেশের প্রযুক্তি সক্ষমতা অর্জন ও অর্থ সাশ্রয়ে বিশ্বব্যাংকের টাকায় হাতে নেওয়া ‘এজ প্রকল্প’ মুখ থুবড়ে পড়েছে। তথ্যপ্রযুক্তি বিভাগের ‘এনহ্যান্সিং ডিজিটাল গভর্নমেন্ট অ্যান্ড ইকোনমি (ইডিজিই)’ নামের এ প্রকল্পের উদ্দেশ্যে ছিল ভবিষ্যতের সংকট মোকাবিলায় তথ্যপ্রযুক্তিতে সরকারের সক্ষমতা বাড়ানো।
কথা ছিল ২০২৫ সাল পর্যন্ত তথ্যপ্রযুক্তি খাতে রপ্তানি আয় ৫ বিলিয়ন ডলারে উন্নীত করতে কাজ করা, এক লাখ গ্র্যাজুয়েটের কর্মসংস্থান উপযোগী প্রশিক্ষণ দেওয়া, সরকারি চাকরি প্রার্থীদের জন্য জাতীয় জব পোর্টাল করা, সরকারের ক্লাউড সেবা, ই-মেইল এবং ইউনিফাইড কমিউনিকেশন সেবা দেওয়া।
এছাড়া স্মার্ট লিডারশিপ একাডেমি করা, চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারকে কৌশলপত্র দেওয়া ও বাস্তবায়নে উদ্যোগ নেওয়া, বাণিজ্য সংগঠনগুলোতে ইকোনমিক হাব করা, সেন্টার ফর ফোরআইআর ও বিশ্ববিদ্যালয়গুলোতে রিসার্চ-ইনোভেশন সেন্টার করা।