
বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ি কেনার সময় যা খেয়াল রাখবেন
প্রথম আলো
প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৫, ১৯:৫১
বর্তমানে বৈদ্যুতিক (ইভি) ও হাইব্রিড গাড়ির প্রতি বাংলাদেশি ক্রেতাদের আগ্রহ বাড়ছে। পরিবেশবান্ধব প্রযুক্তি, জ্বালানি সাশ্রয় এবং আধুনিক সুবিধার কারণে অনেকেই এসব গাড়ি কেনার কথা ভাবছেন। তবে এই নতুন প্রযুক্তির গাড়ি কেনার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করা প্রয়োজন।
গাড়ির ধরন ও প্রযুক্তি বুঝে নিন
বৈদ্যুতিক গাড়ি মূলত তিন ধরনের হয়ে থাকে। ব্যাটারিনির্ভর ইলেকট্রিক ভেহিকেল সম্পূর্ণভাবে ব্যাটারির ওপর নির্ভরশীল। প্লাগ-ইন হাইব্রিড ইলেকট্রিক ভেহিকেল ব্যাটারি ও পেট্রল/ডিজেল উভয়েই চলে। এসব গাড়ি একবার চার্জে এক হাজার কিলোমিটার চলতে পারে। হাইব্রিড ইলেকট্রিক ভেহিকেলে ব্যাটারি ও ইঞ্জিন একসঙ্গে কাজ করে। আপনার দৈনন্দিন যাতায়াতের ধরন, চার্জিং সুবিধা এবং বাজেট অনুযায়ী সঠিক প্রযুক্তির গাড়ি নির্বাচন করুন।
- ট্যাগ:
- প্রযুক্তি
- বৈদ্যুতিক গাড়ি