সাকিব ছাড়াও বোলিং নিষেধাজ্ঞায় পড়েছেন যেসব বাংলাদেশি

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৫, ১২:২৯

আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের পড়ন্ত বেলায় অনাকাঙ্ক্ষিত বোলিং নিষেধাজ্ঞায় পড়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। ইংল্যান্ডের বার্মিংহামের পর চেন্নাইতেও বোলিং অ্যাকশনের পরীক্ষায় তিনি পাস করতে পারেননি। অ্যাকশনের ত্রুটি শোধরাতে না পারায় আন্তর্জাতিক ক্রিকেটে এই স্পিন-অলরাউন্ডারের বোলিং নিষিদ্ধ হয়েছে। অবশ্য এবারই প্রথম নয়, এর আগেও এমন নজির দেখেছে বাংলাদেশ।


এর আগে বাংলাদেশি বোলারদের মধ্যে সর্বপ্রথম প্রশ্নবিদ্ধ বোলিংয়ের অভিযোগ ওঠে সাবেক বাঁ-হাতি স্পিনার আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে। ২০০৮ সালের নভেম্বরে ঢাকায় বাংলাদেশ-নিউজিল্যান্ডের টেস্ট চলাকালে রাজ্জাকের একটি ডেলিভারি নিয়ে প্রশ্ন তোলেন আম্পায়ার ড্যারিল হারপার ও অসোকা ডি সিলভা। পরীক্ষায় ত্রুটি ধরা পড়ায় নিষিদ্ধ করা হয় রাজ্জাকের বোলিং। পরের বছরের মার্চে অ্যাকশন শোধরানোর প্রক্রিয়া সম্পন্ন করে ফের আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং শুরু করেন তিনি।


এই তালিকায় পরবর্তী নাম সোহাগ গাজী। ২০১৪ সালের অক্টোবরে ডানহাতি এই বোলারের ডেলিভারির অ্যাকশনে ত্রুটি ধরা পড়ে। পরে ২০১৫ সালের ফেব্রুয়ারিতে দ্বিতীয় পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন সোহাগ।


২০১৬ (ভারত) সালের মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে প্রশ্নবিদ্ধ বোলিং অ্যাকশনের জন্য নিষিদ্ধ হন তাসকিন আহমেদ ও আরাফাত সানি। একই বছরের সেপ্টেম্বরে তারা ত্রুটি শুধরে চেন্নাইয়ের শ্রী রামাচন্দ্র বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পরীক্ষায় বসেন। সেখানে উত্তীর্ণ হওয়ায় আবারও বোলিং শুরু করেন এই দুই টাইগার বোলার।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও