শীতে ত্বকের শুষ্কতা কমানোর ময়েশ্চারাইজার

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৫, ২০:৫৮

শীতে ত্বকের শুষ্কতা একটি সাধারণ সমস্যা। এ সময় ঠান্ডা আবহাওয়া ত্বক থেকে প্রাকৃতিক আর্দ্রতা শুষে নেয়। ফলে ত্বক শুষ্ক, খসখসে ও নিস্তেজ হয়ে পড়ে। এজন্য এ সময় ত্বকের ধরন বুঝে সঠিক ময়েশ্চারাইজার ব্যবহার করা জরুরি। না হলে ত্বক আরও শুষ্ক হয়ে উজ্জ্বলতা হারাবে ও খসখসে হয়ে যাবে।


তাই এ সময় ত্বককে আর্দ্র, কোমল ও হাইড্রেটেড রাখার জন্য এমন ময়েশ্চারাইজার প্রয়োজন, যা ত্বকের গভীরে প্রবেশ করে ত্বককে ময়েশ্চারাইজ করবে ও শুষ্কতা থেকে রক্ষা করবে। শীতে কোন ধরনের ময়েশ্চারাইজার আপনার ত্বকের শুষ্কতা কমানোর জন্য উপযুক্ত হতে পারে, চলুন জেনে নেওয়া যাক-


শিয়া বাটার বা গ্লিসারিন সমৃদ্ধ ময়েশ্চারাইজার


শীতকালে শিয়া বাটার এবং গ্লিসারিনের মতো হাইড্রেটিং উপাদানগুলি ত্বকে আর্দ্রতা ধরে রাখতে সহায়ক। শিয়া বাটার ত্বককে গভীরভাবে ময়েশ্চারাইজ করে এবং গ্লিসারিন ত্বকের শুষ্কতা কমাতে সহায়তা করে।


হাইলুরোনিক অ্যাসিড ভিত্তিক ময়েশ্চারাইজার


হাইলুরোনিক অ্যাসিড একটি শক্তিশালী ময়েশ্চারাইজার, যা ত্বকের শুষ্কতা কমাতে অত্যন্ত কার্যকর। এটি ত্বকে পানি ধরে রাখতে সাহায্য করে। এছাড়া শুষ্ক ত্বককে কোমল ও সুস্থ রাখে। হাইলুরোনিক অ্যাসিডের উপস্থিতি ত্বকে আর্দ্রতা বাড়াতে সাহায্য করে। এটি ত্বকের শুষ্কতা ও খসখসে ভাব কমাতে সহায়তা করে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও