উচ্চমূল্যেও গ্যাস পাওয়ার নিশ্চয়তা আছে কি

www.ajkerpatrika.com অরুণ কর্মকার প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৫, ০৯:০৮

গাজীপুরের কোনাবাড়ীতে প্লাস্টিক পণ্য উৎপাদনকারী ৪০ বছরের পুরোনো একটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার সকালে কারখানার মূল ফটকে বন্ধ ঘোষণার নোটিশ সাঁটিয়ে দেওয়া হয়। কারখানাটির নাম পলিকন লিমিটেড।


কারখানার নির্বাহী পরিচালক ফয়সাল জহিরের সই করা নোটিশে উল্লেখ করা হয়, ‘ডলার-সংকটের কারণে গত এক বছরের বেশি সময় ধরে কারখানাটি কাঁচামাল আমদানি করতে পারেনি। ২০২৩ সালের জুন থেকে প্রচণ্ড লোডশেডিংয়ের কারণে কারখানার উৎপাদন ৮০ ভাগ কমে যায়। ব্যাংকের ঋণ, বকেয়া বেতন, গ্যাসের বিল, বিদ্যুতের বিল—কোনোটাই সঠিকভাবে আড়াই বছর ধরে পরিশোধ করতে না পারায় ৪০ বছরের প্রতিষ্ঠানটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও