লস অ্যাঞ্জেলেসে দাবানল: জীবন বাঁচাতে গাড়ি ফেলে পালাচ্ছেন বাসিন্দারা, মৃত্যু বেড়ে ৫
দ্রুত এগিয়ে আসছে দাবানল। ভয়ার্ত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরের বাসিন্দারা ছুটছেন নিরাপদ আশ্রয়ের সন্ধানে। তড়িঘড়ি করে যাওয়ার জন্য নিজেদের গাড়ি পেছনে ফেলে ছুটছেন তারা। দাবানলের ঘটনায় প্রাণহানির ঘটনা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে।
আহত হয়েছে কয়েক ডজন মানুষ। হাজারেরও বেশি ঘরবাড়ি ধ্বংস হয়েছে। খবর বিবিসির।
ঝোড়ো বাতাসের কারণে মঙ্গলবার কয়েক ঘণ্টার মধ্যে আগুন ভয়াবহ হয়ে ওঠে ।
এতে লস অ্যাঞ্জেলেসের অভিজাত এলাকা প্যাসিফিক পলিসেডসের দিকে ধেয়ে আসে আগুন। এই এলাকায় জেনিফার অ্যানিস্টোন, ব্রাডলি কুপার, টম হ্যাঙ্কস, রিজ উইদারস্পুন, অ্যাডাম স্যান্ডলার, মাইকেল কিটনসহ অনেক হলিউড তারকার বাড়ি রয়েছে।
শহরের পশ্চিম দিকের বসতি ঘিরে আগুন এগিয়ে আসায় ৩০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ক্যালিফোর্নিয়ার মালিবু শহরের সীমান্তবর্তী প্যাসিফিক পলিসেডস এলাকার এক পাশে সান্তা মনিকা পাহাড় এবং অন্যদিকে রয়েছে প্রশান্ত মহাসাগরের সৈকত।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- মৃত্যু
- দাবানল
- ছড়িয়ে পড়ছে