মাধুরী বললেন, ‘জেন–জিদের থেকে অনেক কিছু শিখতে পারি’
প্রথম আলো
প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২৫, ১২:৫৭
অনেকে বলেন, বলিউডের শেষ নারী সুপারস্টার মাধুরী দীক্ষিত। তাঁর অভিনয়, সৌন্দর্য আপামর সিনেমাপ্রেমীদের আজও মুগ্ধ করে। কিছুদিন আগে ভুল ভুলাইয়া ৩ ছবিতে নাচে-অভিনয়ে মাতালেন তিনি। সম্প্রতি এক অনুষ্ঠানে বলিউড ও নিজের ক্যারিয়ার নিয়ে কিছু কথা বলেছেন মাধুরী।
‘দ্য ফেম গেম’, ‘মজা মা’, ‘ভুল ভুলাইয়া ৩’-এ নতুন প্রজন্মের একাধিক অভিনেতার সঙ্গে কাজ করেছেন মাধুরী। তাঁদের সঙ্গে কাজ করা প্রসঙ্গে অভিনেত্রীর ভাষ্য, ‘নতুনদের সঙ্গে কাজ করা মানে নতুন অভিজ্ঞতা আর নতুন কিছু শেখা। আমি মনে করি, এ প্রজন্মের অভিনেতারা কাজের প্রতি দারুণ নিবেদিত আর নিয়মানুবর্তিতার মধ্যে থাকে। সময়কে ওরা খুব সুন্দরভাবে ম্যানেজ করতে পারে।’