এই দেশে একটি নির্বাচন হতে হবে

www.ajkerpatrika.com জাহীদ রেজা নূর প্রকাশিত: ০৬ জানুয়ারি ২০২৫, ০৯:৪৩

এই দেশে একটি নির্বাচন হতে হবে। সেই নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব এখন অন্তর্বর্তী সরকারের। কিন্তু অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকা অবস্থাতেই নানা রকম সমালোচনার মুখে পড়েছে। দেশ পরিচালনা করা যে সহজ কাজ নয়, সেটা এখন অনেকেই বুঝতে পারছেন। পূর্ববর্তী সরকারের কঠোর সমালোচনা করলেই জনপ্রিয়তা অক্ষুণ্ন থাকবে, এটা যে একমাত্র সত্য নয়, বরং জনগণের প্রতিদিনের ন্যূনতম চাহিদা মেটানো যে তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ—সে কথাও হয়তো তাঁরা কিছুটা হলেও বুঝতে পারছেন।


কেন বিপ্লবী সরকার গঠিত না হয়ে অন্তর্বর্তী সরকার হলো, এই কথা বলতে গিয়ে শহীদ মিনারে মারপিটের শিকার হয়েছেন একজন রাজনীতিবিদ। সংবিধানের আওতায় শপথ নিয়ে সংবিধান লঙ্ঘন করার ঘটনাও ঘটতে দেখা গেছে কোনো কোনো উপদেষ্টার আচরণে। ফলে দেশ যে একটা মহা অনিশ্চয়তায় মধ্যে আছে, সে কথা বললে অত্যুক্তি হবে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও