ঢাকা বিশ্ববিদ্যালয়ে গাড়ি প্রবেশে কড়াকড়ি ‘কিছুটা শিথিল’
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গাড়ি প্রবেশে যে কড়াকড়ি আরোপ করা হয়েছে সমালোচনার মুখে শেষ পর্যন্ত তা ‘কিছুটা শিথিল’ করার কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ।
তিনি বলেন, কর্মদিবসে সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত গাড়ি চলতে দেওয়ার হচ্ছে।
শনিবার রাতে সাইফুদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের সড়কগুলো জনসাধারণের জন্য উন্মুক্ত করার কোন নির্দেশনা দেওয়া হয়নি। তবে কিছুটা শিথিল করা হয়েছে।
“অফিস-আদালত থেকে ফিরতে মানুষের যেন বেশি কষ্ট না হয় সেজন্যে ৬টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত আমরা গাড়ি যেতে দিচ্ছি।”
আগে শুক্রবার, শনিবার ও সরকারি ছুটির দিনগুলোতে বিকাল ৩টা থেকে রাত ১০টা এবং কর্মদিবসে বিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত ক্যাম্পাসে যানবাহন প্রবেশ করতে দেওয়া হত না।
এরপর থেকে শাহবাগসহ বিভিন্ন স্থানে যানজট শুরু হয়। সে কারণে নানা মহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ উদ্যোগের সমালোচনা চলছিল।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ক্যাম্পাস
- গাড়ি
- চলাচল
- ঢাকা বিশ্ববিদ্যালয়