আগামী সপ্তাহে ফের শৈত্যপ্রবাহের শঙ্কা
কুয়াশার ঘনত্ব কমে সূর্যের দেখা মেলায় শনিবার তাপমাত্রা বেড়েছে দেশের অনেক অঞ্চলে। ছিল না হাড়-কাঁপানো উত্তুরে বাতাস। সব মিলিয়ে তিন দিন ধরে চলা তীব্র শীত থেকে কিছুটা স্বস্তি মিলেছে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের বাসিন্দাদের।
আবহাওয়া অধিদপ্তর বলছে, সারা দেশে রবিবার ও আগামী সোমবার দিনরাতের তাপমাত্রা বাড়তে পারে।
সেই সঙ্গে কুয়াশা আরো কমে সূর্যের আলোর প্রাপ্যতাও বাড়তে পারে। ফলে কিছুটা কমতে পারে শীতের তীব্রতা। তবে চলতি সপ্তাহের শেষে বা আগামী সপ্তাহের শুরুতে আবার দিনরাতের তাপমাত্রা কমে শৈত্যপ্রবাহ ফিরে আসার আশঙ্কা রয়েছে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক কালের কণ্ঠকে বলেন, শনিবার কুয়াশা কিছুটা কমেছে, সূর্যের দেখাও মিলেছে।
ফলে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। আশা করছি, রবি ও সোমবার পরিস্থিতির আরো কিছুটা উন্নতি হতে পারে। কুয়াশার ঘনত্বও কমতে পারে এই দুই দিনে। আগামীকাল রবিবার কোনো কোনো অঞ্চলে দুপুর পর্যন্ত কুয়াশা থাকতে পারে।