শীতকালে পায়ের গোড়ালি ফাটে কেন?
মানব দেহের অন্যান্য অংশের তুলনায় পায়ের গোড়ালির ত্বক অনেক শক্ত। আর শীতের শুষ্কতা ও ধুলাবালির প্রকোপে গোড়ালি আরো শক্ত হয়ে যায়। ফলে, পা ফাটার সমস্যা শুরু হয়। তবে, শুধু শীতকাল নয়, অন্যান্য কারণেও পা ফাটতে পারে।
কী কী কারণে এ সমস্যা হয়, চলুন জেনে নেওয়া যাক।
ভিটামিনের অভাব
পা ফাটার অন্যতম কারণ ভিটামিনের অভাব। বিশেষত ভিটামিন বি ও ভিটামিন সি ত্বকের যত্নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এই ভিটামিনগুলোর অভাবে ত্বকে নানা ধরনের সমস্যা দেখা দেয়। যার মধ্যে অন্যতম পায়ের গোড়ালি ফেটে যাওয়া।
পানিশূন্যতা
পানিশূন্যতা পা ফাটার আরো একটি বড় কারণ। পরিবেশের আর্দ্রতা কম থাকা, কম পানি পান করা কিংবা শুষ্ক পরিবেশে দীর্ঘক্ষণ হাঁটাহাঁটি করার ফলে পায়ের ত্বকের আর্দ্রতা কমে যেতে পারে। ফলে চামড়া শুকিয়ে পায়ের গোড়ালি ফেটে যেতে পারে।
একজিমা রোগ
একজিমা এমন এক ধরনের ত্বকের রোগ, যার প্রভাবে ফাটতে পারে পা। এই রোগের মধ্যে সবচেয়ে বেশি যে উপসর্গটি দেখা যায় তাকে বিজ্ঞানের ভাষায় বলে অ্যাটপিক ডার্মাটাইটিস। সারা দেহের যে কোনো স্থানেই এই রোগ হতে পারে। তবে এই রোগের সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত নন বিশেষজ্ঞরা।