সিরির ‘আড়ি পাতা’ মামলা সাড়ে ৯ কোটি ডলারে রফা করল অ্যাপল
ভয়েস অ্যাসিস্ট্যান্ট সিরি কিছু ডিভাইসে অনুমতি ছাড়াই মানুষের কথা শুনছে এমন অভিযোগে আদালতে দায়ের করা মামলার নিষ্পত্তির জন্য ৯ কোটি ৫০ লাখ ডলার দিতে রাজি হয়েছে অ্যাপল।
মার্কিন টেক জায়ান্টটির বিরুদ্ধে সিরি’র মাধ্যমে গ্রাহকদের ওপর আড়ি পাতার অভিযোগ ওঠে। মামলার দাবিদাররা অভিযোগ করেছেন, সিরি’র মাধ্যমে বিভিন্ন ভয়েস রেকর্ডিং বিজ্ঞাপনদাতাদের সঙ্গে শেয়ার করছে অ্যাপল।
এ মামলায় কোনও ভুল স্বীকার করেনি অ্যাপল। তবে, এ নিয়ে বিবিসির মন্তব্যের অনুরোধেও সাড়াও দেয়নি কোম্পানিটি।
মামলার প্রাথমিক নিষ্পত্তিতে অভিযোগ অস্বীকার করে অ্যাপল বলছে, ‘ব্যবহারকারীদের তথ্য রেকর্ড, তৃতীয় পক্ষের কাছে তা প্রকাশ বা মুছে ফেলতে না পারার কারণ কেবল সিরি অ্যাক্টিভেশন-এর ফলাফল। এটি চালু থাকার কারণে রেকর্ড হয়েছে ব্যবহারকারীদের কথোপকথন।
অ্যাপলের আইনজীবীরা বলেছেন, “আমরা নিশ্চিত করবো, ২০১৯ সালের অক্টোবরের আগে অ্যাপলের সংগৃহিত সিরির অডিও রেকর্ডিং স্থায়ীভাবে মুছে ফেলেছে কোম্পানিটি।”
মামলার দাবিদাররা বলছেন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টকে জাগাতে ‘হেই, সিরি’ শব্দগুচ্ছ ব্যবহার না করেই অনিচ্ছাকৃতভাবে সিরিকে সক্রিয় করেছেন এমন ব্যক্তিদের তথ্য রেকর্ড করেছে প্রযুক্তি কোম্পানিটি।