প্রায় ৬ হাজার বন্দিকে মুক্তি দিচ্ছে মিয়ানমার
স্বাধীনতা দিবস উপলক্ষে ৫ হাজার ৮৬৪ বন্দীকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে মিয়ানমারের জান্তা সরকার। বন্দীদের মধ্যে ১৮০ জন বিদেশি নাগরিক রয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।
শনিবার (৪ জানুয়ারি) রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, ৪ জানুয়ারি মিয়ানমারের স্বাধীনতা দিবস।
১৯৪৮ সালের এই দিনে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি। দিনটি উপলক্ষ্যে দেশটিতে জাতীয় ছুটি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান, পতাকা উত্তোলন, সামরিক কুচকাওয়াজ ও জনসমাবেশের আয়োজন করা হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে জানায়, ২০২১ সালের শুরুর দিকে নির্বাচিত একটি সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবহিনী। এর পর থেকেই দেশটিতে অস্থিতিশীলতা বিরাজ করছে।