সাজের আসবাব বা ড্রেসিং টেবিলে নতুনত্ব আনতে চান?
সাজপ্রিয় মেয়েদের ঘরের প্রয়োজনীয় এক আসবাব ড্রেসিং টেবিল বা সাজটেবিল। একটা সময় শোবার ঘরের কোনো একটা দেয়ালের সামনে রাখা হতো কাঠের এই সাজটেবিল।
যখন রঙিন আসবাবের ব্যবহার জনপ্রিয় হয়ে উঠল, তখন সাজটেবিলের কাঠের রঙের জায়গা দখল করে নিল সাদা না হয় কালো রং।
ইদানীং আবার শুধু আসবাবের রংই শুধু নয়, বদলে গেছে সাজের আসবাব বা ড্রেসিং টেবিলের ধারণাও। সাজ অনুষঙ্গ বা প্রসাধনী রাখার জন্য মেয়েরা এখন আর শুধু একটা আসবাবেই সীমাবদ্ধ থাকছেন না। বরং ঘরের যেকোনো একটি কোণকে সাজের ঘর হিসেবে সাজিয়ে নিচ্ছেন মনের মতো করে।
শৌখিন এই কোণটির দেয়ালে কেউ হয়তো সাঁটিয়ে দিচ্ছেন আয়না। আর সাজের জিনিসগুলো রাখতে ব্যবহার করছেন বাঁশের ঝুড়ি। মেঝেতেই তা সাজিয়ে রাখছেন পরিপাটি করে।
অনেকেই আবার হয়তো বেছে নিচ্ছেন পেইন্টিং বা হাতে আঁকা নকশার আয়না। প্রসাধনী রাখার জন্য ব্যবহার করছেন কোমর–উঁচু টেবিল। দেয়ালে রাখছেন গোল নকশার ছোট আয়না।
- ট্যাগ:
- লাইফ
- ড্রেসিং টেবিল
- নতুনত্ব