নিজের মতো থাকতে চাই : রিচি

কালের কণ্ঠ প্রকাশিত: ০৩ জানুয়ারি ২০২৫, ১৯:৪৩

জনপ্রিয়তা ও প্রশংসা উভয়ই দুহাত ভরে কুড়িয়েছেন রিচি সোলায়মান। একসময়ের ব্যস্ততম এই অভিনেত্রী অনেক দিন ধরে ব্যক্তিগত জীবনে নিবিষ্ট। মাঝেমধ্যে আসেন ক্যামেরার সামনে। আজ শুরু করবেন ইমরাউল রাফাতের নাটক ‘পরস্পর’-এর শুটিং। এর সূত্র ধরে তার সঙ্গে কথা বলেছেন কামরুল ইসলাম-


কত দিন পর অভিনয় করছেন?


রিচি সোলায়মান: এই কথাটা অনেকেই জিজ্ঞেস করেন। আসলে আমি কাজের মধ্যেই আছি। পছন্দসই হলে অভিনয় করি। গেল বছর একটি ওয়েব ছবিতে অভিনয় করেছি, বানিয়েছেন পশ্চিমবঙ্গের বিজয় জানা।আমার সঙ্গে আছেন পশ্চিমবঙ্গের কয়েকজন শিল্পী। ওটার শুটিং করে আমেরিকায় চলে গিয়েছিলাম। ফেরার পর থেকে ব্যস্ত আছি ব্যবসা নিয়ে, একটি বিউটি স্যালন চালু করেছি। এর মধ্যে ইমরাউল রাফাতকে কথা দিয়েছি, কাল [আজ] থেকে শুটিং করব। দুই জাকে নিয়ে গল্প। বড় জা আমি, আর ছোট জা চরিত্রে থাকবে তাসনিয়া ফারিণ। এ ছাড়া সাবেরী আলম, আল মনসুর আছেন। নাটকের বাইরে একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয় করেছি। গত বছরের ২৯ নভেম্বর শুটিং সম্পন্ন হলো। এখনো প্রচারে আসেনি।


অভিনয়ে কি তাহলে নিয়মিত হবেন?


রিচি সোলায়মান: নিয়মিত আর হব না। এটা সম্ভবও না। মাঝে মাঝে অভিনয় করব। শর্ত হলো, পছন্দসই কাজ হতে হবে। যে গল্প-চরিত্র আমার সঙ্গে যায়, সে রকম কিছু হতে হবে। আসলে আমরা যখন কাজ করতাম, পরিবেশ অনেক সুন্দর ছিল। তো, সে রকম স্বাচ্ছন্দ্যের কাজ পেলে করব।



একবার ছন্দ কেটে গেলে আবার ব্যস্ততায় ফেরা মুশকিল। নির্মাতা-প্রযোজকদের সঙ্গে যোগাযোগে ভাটা পড়ে। এ বিষয়টা অনুভব করছেন?


রিচি সোলায়মান: আমি নিয়মিত কাজ করতেই চাই না। ফলে খাপছাড়া হওয়ার বিষয়টা সেভাবে অনুভব করি না। তবে হ্যাঁ, একটা বিষয়ে সবাই কনফিউজড থাকে, আমি দেশে নাকি বিদেশে! সবাই জানে আমি আমেরিকায়, অথচ আমি দেশে। এই জায়গায় একটু মিস কমিউনিকেশন হয়ে যায়। যাওয়া-আসার মধ্যে থাকি। আগে আমি আমেরিকায় সেটেল্ড ছিলাম, এখন দেশেই সেটেল্ড।




সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও