রিশাদকে কবে খেলাবে বরিশাল

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৩ জানুয়ারি ২০২৫, ১০:৫৩

২০২৪ সালে দেশের হয়ে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেট নিয়েও বিপিএলে খেলার সুযোগ মিলছে না রিশাদ হোসেনের। পরপর দুই ম্যাচ তাকে ছাড়াই খেলেছে ফরচুন বরিশাল। তাই প্রশ্ন উঠেই যাচ্ছে, লেগ স্পিনারকে নিয়ে তাদের পরিকল্পনা কী? দলটির প্রধান কোচ বলছেন, রিশাদকে খেলানোর জন্য সামনে আরও অনেক সময় পড়ে আছে।


বাংলাদেশের বাস্তবতায় গত বছরটি স্বপ্নের মতো কাটিয়েছেন রিশাদ। দেশের প্রথম বিশেষজ্ঞ লেগ স্পিনার হিসেবে কোনো আইসিসি টুর্নামেন্ট খেলতে যাওয়ার পারফরম্যান্স দিয়েই তিনি গড়েন রেকর্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে নেন বাংলাদেশের সর্বোচ্চ ১৪ উইকেট।


পুরো বছরে ২৪ ম্যাচে রিশাদের নেওয়া ৩৫ উইকেটও বাংলাদেশের রেকর্ড। ২০২৪ সালে টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সবগুলো ম্যাচ খেলা একমাত্র ক্রিকেটার রিশাদ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও