বিসিবির অর্থ কমিটি থেকে সরিয়ে দেওয়া হলো নাজমুলকে
বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হলো এম নাজমুল ইসলামকে। ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করা এই পরিচালককে বোর্ডের বৃহত্তর স্বার্থে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিসিবি।
বৃহস্পতিবার বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, বোর্ড প্রধান আমিনুল ইসলাম বুলবুল নিজের ক্ষমতাবলে সিদ্ধান্তটি নিয়েছেন।
“বিসিবি জানাচ্ছে যে, সাম্প্রতিক ঘটনাগুলো পর্যালোচনা করে এবং সংস্থার বৃহত্তর স্বার্থে নাজমুল ইসলামকে অর্থ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম।"
"বিসিবির গঠনতন্ত্রের অনুচ্ছেদ ৩১ ধারা অনুযায়ী বিসিবি সভাপতির ওপর প্রদত্ত ক্ষমতাবলে ও বোর্ডের কার্যক্রম মসৃণ ও কার্যকরভাবে পরিচালনার স্বার্থে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।"
পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত বিসিবি সভাপতি অর্থ কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।
আবারও ক্রিকেটারদের পাশে থাকার কথা জানিয়ে বিসিবি সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে, ক্রিকেটারদের কাছ থেকে পেশাদারিত্ব আশা করে বোর্ড।