২০২৬ বিশ্বকাপের টিকিটের আবেদন ৫০ কোটি ছাড়ালো

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৬, ২৩:২৯

২০২৬ ফিফা বিশ্বকাপের টিকিট নিয়ে বিশ্বজুড়ে ফুটবলভক্তদের উন্মাদনা নতুন মাত্রা পেয়েছে। ফিফা জানিয়েছে, আসন্ন বিশ্বকাপের জন্য এখন পর্যন্ত ৫০ কোটির বেশি টিকিট আবেদন জমা পড়েছে। বুধবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কোরাল গেবলস থেকে এ তথ্য প্রকাশ করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।


ফিফার তথ্যমতে, আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার বাইরে সবচেয়ে বেশি টিকিট আবেদন এসেছে জার্মানি, ইংল্যান্ড, ব্রাজিল, স্পেন, পর্তুগাল, আর্জেন্টিনা ও কলম্বিয়া থেকে।


বিশ্বকাপের টিকিটের দাম নিয়েও ব্যাপক আলোচনা চলছে। সর্বোচ্চ একটি টিকিটের মূল্য ধরা হয়েছে প্রায় ৮,৬৮০ মার্কিন ডলার (প্রায় ১০ লাখ ৬২ হাজার টাকা)। তবে সমালোচনার মুখে পড়ে ফিফা গত মাসে ঘোষণা দেয়, টুর্নামেন্টে অংশ নেওয়া ৪৮টি দেশের প্রতিটি জাতীয় ফুটবল ফেডারেশনকে প্রতিটি ম্যাচের জন্য ৬০ ডলারের টিকিট বরাদ্দ দেওয়া হবে। কোন ফেডারেশন কিভাবে তাদের সমর্থকদের মধ্যে এই টিকিট বিতরণ করবে, সে সিদ্ধান্ত তারা নিজেরাই নেবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও