You have reached your daily news limit

Please log in to continue


রোমান-দিয়াও পাড়ি জমালেন আমেরিকায়!

ক্রিকেট, ফুটবল ছাড়া দেশের অন্য সকল খেলার ক্রীড়াবিদরা আর্থিকভাবে তেমন স্বচ্ছল না। একদিকে আর্থিক অস্বচ্ছলতা, অন্যদিকে সামাজিক মর্যাদারও অভাব। এই দুই হতাশায় অনেক তারকা ক্রীড়াবিদ এক সময় ক্রীড়াঙ্গনও ছেড়ে দেন, আবার অনেকে থিতু হন বিদেশে। সেই তালিকায় নাম লেখাতে যাচ্ছেন বাংলাদেশ আরচ্যারির দুই সেরা খেলোয়াড় রোমানা সানা ও দিয়া সিদ্দিকী। 

২০২১ সালে বাংলাদেশ আরচ্যারি দল বিশ্ব আরচ্যারি চ্যাম্পিয়নশিপ খেলতে আমেরিকায় গিয়েছিল। সেই দলে থাকা অসীম কুমার ও আব্দুল হাকিম রুবেল ইতোমধ্যে পাড়ি দিয়েছেন দেশটিতে। তাদের পথ অনুসরণ করে এবার আমেরিকায় গিয়েছেন রোমান-দিয়া দম্পতি। দুই জনের কারও এই বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে তাদের ঘনিষ্ঠজন এবং আরচ্যারি সংশ্লিষ্টরা তাদের আমেরিকা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তারা ঘুরতে বা অন্য কোনো কাজে গেছেন নাকি স্থায়ী হওয়ার লক্ষ্যে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। 

রোমান সানা বাংলাদেশ আনসারে চাকরি করতেন। খুব সামান্য অর্থই পেতেন। বিয়ের পর এই সামান্য অর্থ দিয়ে পরিবার চালানো তার পক্ষে কষ্টসাধ্যই ছিল। আরচ্যারি জাতীয় দলে থাকলেও অনুশীলন আর বিদেশ ভ্রমণ ছাড়া তেমন আর্থিক প্রাপ্তি ছিল না। ফলে এক সময় হতাশায় জাতীয় দল থেকে অবসর নেওয়ার ঘোষণা দেন এবং ফেডারেশনের সঙ্গেও মনোমালিন্য হয় রোমানের। পরবর্তীতে অবশ্য অবসর ভেঙে খেলায় ফিরতে চেয়ে ফেডারেশনে ভিন্ন চিঠি দিয়েছেন। তবে এখনও তিনি জাতীয় দলে আর ফিরতে পারেননি। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন