হঠাৎই জাতীয় দলকে বিদায় বললেন রোমান সানা
বাংলাদেশের আর্চারির সবচেয়ে বড় নাম হয়ে উঠেছিলেন রোমান সানা। কিন্তু গত এক-দেড় বছরে একটু একটু করে পাদপ্রদীপের আলো থেকে সরে যাচ্ছিলেন এই তারকা। এবার তিনি জাতীয় দলকে বিদায়ই বলে দিলেন।
এমন সিদ্ধান্তের পেছনের কারণ জানতে রোমান সানাকে বারবার ফোন দিলেও তার ফোন বন্ধ পাওয়া যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল ও জাতীয় দলের কোচ মার্টিন ফ্রেডরিখ রোমানের অবসরের খবরটি নিশ্চিত করলেন বটে, কিন্তু নেপথ্যের কারণ জানাতে পারলেন না কেউ।
ফেডারেশনকে একটা চিঠি দিয়েছেন রোমান। সেখানে অবসরের পেছনে তিনি ‘ব্যক্তিগত কারণ’ লিখেছেন বলে জানালেন চপল।
“রোমান ফেডারেশনকে যে চিঠি দিয়েছে সেখানে অবসরের কারণ হিসেবে ব্যক্তিগত কারণ উল্লেখ করেছে। আমরা তাকে সিদ্ধান্ত বিবেচনার অনুরোধ করেছি, কিন্তু সে তার সিদ্ধান্ত অনড়। ব্যবসা-বাণিজ্য করতে চাই, এগুলো বলেছে।”
“কিছুদিন আগে আমার ছেলের বিয়েতে এসেছিল। হাসিখুশিই দেখলাম। তখনও অবসর বিষয়ে আমাকে কিছু বলেনি। আমাদের কারো সাথেই এ নিয়ে কোনো আলোচনা সে করেনি। কদিন আগে ইরাকে যে টুর্নামেন্ট (এশিয়া কাপ স্টেজ-১ ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্ট), সেটার ট্রায়ালের জন্য তাকে ডাকা হয়েছিল, কিন্তু সে আসেনি।”
- ট্যাগ:
- খেলা
- অবসরের ঘোষণা
- আর্চারি
- রোমান সানা