৩-৫টি শৈত্যপ্রবাহ, একাধিক লঘুচাপ—যেমন থাকবে জানুয়ারির আবহাওয়া

কালের কণ্ঠ প্রকাশিত: ০২ জানুয়ারি ২০২৫, ১৮:৩৫

চলতি মৌসুমে এখন পর্যন্ত সেই অর্থে বড় পরিসরে শীত জেঁকে বসেনি। ডিসেম্বরে অল্প কিছুদিন দেশের তিন-চারটি অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ থাকলেও তাও বিস্তৃতি লাভ করেনি। তবে চলতি (জানুয়ারি) মাসে শীতের অনুভূতি অনেকটাই বাড়তে পারে। দেশের বিভিন্ন অঞ্চলে তিন থেকে পাঁচটি মৃদু থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে


গতকাল বুধবার জানুয়ারি মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে এই তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে দেশের পশ্চিম, উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে এক থেকে দুইটি মাঝারী (৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস) থেকে তীব্র (৪ থেকে ৬ ডিগ্রি) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে দুই থেকে তিনটি মৃদু (৮ থেকে ১০ ডিগ্রি) থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।


এ ছাড়া এ মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। তবে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কম থাকার কারণে শীতের অনুভূতি বাড়তে পারে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও