You have reached your daily news limit

Please log in to continue


যুক্তরাষ্ট্রে বর্ষবরণ উদযাপনে হামলা, নিহত বেড়ে ১৫

বর্ষবরণের অনুষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। লুইজিয়ানার নিউ অরলিন্স শহরের ফ্রেঞ্চ কোয়ার্টারে বর্ষবরণের উদযাপনে ট্রাক উঠিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। বুধবার বিষয়টি নিশ্চিত করেন শহরের ডাক্তার ডোয়াইট ম্যাককেনা।

মার্কিন গণমাধ্যম তার এক বিবৃতির বরাত দিয়ে এ খবর দিয়েছে। ওই চিকিৎসক আন্তরিক সমবেদনা জানিয়ে বলেছেন, এখন পর্যন্ত ১৫ জন নিহত হয়েছেন এই ঘটনায়। ময়নাতদন্ত শেষ করতে কয়েকদিন সময় লাগবে। নিহতদের নিকটাত্মীয়দের সাথে কথা বলে তাদের পরিচয় প্রকাশ করা হবে বলে জানান তিনি।

বুধবার রাত ৩টায় ভিড়ের মধ্যে পিক আপ ট্রাক চালিয়ে দেয় এক ব্যক্তি। এতে বেশ কিছু হতাহতের ঘটনা ঘটে। এরপর গাড়ি চালকও মৃত্যুবরণ করেছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো, কিন্তু তার মৃত্যুর কারণ জানায়নি কেউই। এই ঘটনার প্রেক্ষিতে পুলিশ ও গোয়েন্দা সংস্থা এফবিআই তদন্ত শুরু করে দিয়েছে। 

এদিকে লুইজিয়ানার গভর্নর জেফ ল্যান্ড্রি এক বিবৃতিতে এর নিন্দা জানান, সঙ্গে স্থানীয়দেরকে ওই জায়গাটি এড়িয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন নিউ অরলিন্সের মেয়রের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন