ঘন কুয়াশায় বিমান চলাচল ব্যাহতের আভাস, বাড়বে শীত

কালের কণ্ঠ প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৪, ২২:০৫

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে শীতের অনুভূতি কিছুটা বেড়েছে মঙ্গলবার। একদিকে যেমন দিনের তাপমাত্রা কমেছে, অন্যদিকে উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে আসা ঠাণ্ডা বাতাস বাড়িয়েছে শীতের অনুভূতি। কুয়াশা বাড়ায় নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ব্যাহত হয়েছে ফ্লাইট ওঠানামাও।


আবহাওয়া অধিদপ্তর বলছে, তাপমাত্রা কমার প্রবণতা অব্যাহত থাকতে পারে আগামী শুক্রবার পর্যন্ত।

সেই সঙ্গে কুয়াশার ঘনত্বও বাড়তে পারে। সব মিলিয়ে শীতের অনুভূতি বাড়তে পারে। ঘন কুয়াশার কারণে বিমান, নৌ ও সড়ক যোগাযোগ ব্যাহত হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস।


আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা কালের কণ্ঠকে বলেন, ‘মঙ্গলবারের তুলনায় বুধবার কুয়াশা আরো বাড়তে পারে, যা অব্যাহত থাকতে পারে দু-তিন দিন।

দু-তিন দিন তাপমাত্রাও অল্প অল্প করে কমার প্রবণতা অব্যাহত থাকতে পারে। সঙ্গে উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে আসা ঠাণ্ডা বাতাস বাড়াবে শীতের অনুভূতি।’


শাহানাজ সুলতানা জানান, ৪ ও ৫ জানুয়ারি (শনি ও রবিবার) আবার তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। এরপর আবার দুই দিনের জন্য তা কমতে পারে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও