রাহাত ফতেহ আলীর কনসার্ট থেকে কত আয়, জানাল স্পিরিটস অব জুলাই
চব্বিশের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে শহিদদের পরিবার ও আহতদের পাশে দাঁড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি প্রতিষ্ঠানের একদল শিক্ষার্থী ‘ইকোস অব রেভল্যুশন’ নামে একটি কনসার্ট আয়োজন করেন। গত ২১ ডিসেম্বর সে কনসার্টে বিনামূল্যে পারফর্ম করেন পাকিস্তানের তারকা সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান।
স্পিরিটস অব জুলাই প্ল্যাটফর্মের আয়োজনে এই কনসার্ট থেকে আয়কৃত ১ কোটি ৬৫ লক্ষ ১১ হাজার ৪৮৫ টাকা আন্দোলনে শহিদ ও আহতদের পরিবার নিয়ে কাজ করা কল্যাণমূলক সংস্থা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এ দান করা হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় রাজধানীর শাহবাগস্থ হোটেল ইন্টারকন্টিনেন্টাল সংলগ্ন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এর কার্যালয়ে প্রতিষ্ঠানটির সাধারণ সম্পাদক সারজিস আলমের হাতে এই চেক তুলে দেওয়া হয়।
অর্থ সংক্রান্ত সার্বিক বিষয়ের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ ও পরামর্শ প্রদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ নিয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছিল।
- ট্যাগ:
- বিনোদন
- আয়
- কনসার্ট
- রাহাত ফাতেহ আলি খান