কক্সবাজার সৈকতে দাঁড়িয়ে বছরের শেষ সূর্যকে বিদায় জানালেন লাখো পর্যটক

প্রথম আলো কক্সবাজার জেলা প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৪, ২০:১৯

পশ্চিমে হেলে পড়েছে লাল সূর্য। সাগরের বালুচরে বসানো চেয়ারে (কিটকট) সেই সূর্যের অপরূপ রূপ উদাস দৃষ্টিতে দেখছেন কেউ। কেউ আবার বালুচরে দাঁড়িয়ে সূর্যকে পেছনে রেখে ছবি তোলায় ব্যস্ত। আজ মঙ্গলবার বিকেলে কক্সবাজার সমুদ্রসৈকতে দেখা যায় এমন চিত্র। বছরের শেষ সূর্যাস্ত দেখতে সমুদ্রসৈকতে ছিল পর্যটকদের উপচে পড়া ভিড়।


বিকেল পাঁচটার দিকে সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে গিয়ে দেখা যায়, এক কিলোমিটার সৈকতে অন্তত ৫০ হাজার পর্যটকের সমাগম হয়েছে। ভাটার কারণে পানি নেমে যাওয়ায় দেখা দেয় বিশাল বালুচর। সেখানে প্রিয়জনদের নিয়ে বছরের শেষ সূর্যাস্তের মুহূর্ত ক্যামেরায় বন্দী করতে পর্যটকেরা ব্যস্ত রয়েছেন। সবারই যেন চোখ ডুবন্ত সূর্যের দিকে। বিকেল ৫টা ১৭ মিনিটে ডুবে যায় সূর্য। পর্যটকদের অনেকেই তখন হইহুল্লোড় শুরু করে দেন। অনেকে হাত তুলে বিদায় জানান সূর্যকে। উচ্চ স্বরে অনেককে বলতে শোনা যায়, বিদায় ২০২৪।


বিকেলে সমুদ্রসৈকতে দাঁড়িয়ে সূর্যকে হাতের মুঠোয় দেখা যায়, এমন করে ছবি তুলছিলেন ঢাকার বাড্ডার একটি স্কুলের শিক্ষক সাবেকুন্নাহার। তাঁকে ছবি তুলে দেন সমুদ্রসৈকতের ভ্রাম্যমাণ আলোকচিত্রী সোহেল। পরে সাবিকুন্নাহারের সঙ্গে তাঁর পরিবারের সদস্যদেরও যৌথভাবে কয়েকটি ছবি তুলতে দেখা যায়। সাবেকুন্নাহার (২৫) বলেন, কক্সবাজার সৈকতের মূল আকর্ষণ সূর্যাস্ত উপভোগ করা। বছরের শেষ সূর্যের লাল আভায় সাগরের পানি যেন রঙিন হয়ে উঠে। এমন দৃশ্য দেখতে খুবই ভালো লাগে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও