শীতে মুখভর্তি ব্রণ, মেকআপের মাধ্যমে ঢাকবেন যেভাবে
আমাদের মধ্যে অনেকেরই শীত-গ্রীষ্ম-বর্ষা, সারা বছরই ব্রণের সমস্যা লেগে থাকে। তৈলাক্ত ত্বক হলে ব্রণের সমস্যা আরো বেশি হয়। শুধু গরম, ধুলো বা দূষণের কারণেই নয়, অনেক সময়ে হরমোনের ওঠানামার কারণে, মানসিক চাপ, ঘুমের অভাব, প্রচুর তেলমশলাদার খাবারের কারণেও ব্রণ বেড়ে যায়। আর ব্রণ শুকিয়ে গেলেও সেই দাগ সহজে যেতে চায় না।
আর এ সময়ে বর্ষবরণ, বিয়ে-শাদিসহ বিভিন্ন অনুষ্ঠান থাকে। কিন্তু মুখভর্তি ব্রণ নিয়ে কি আর অনুষ্ঠানে যেতে ভালো লাগে? তাই সাহায্য নিতে পারেন মেকআপের। কীভাবে ঢাকবেন ব্রণ, চলুন জেনে নেওয়া যাক।
মেকআপের সাহায্যে ব্রণ ঢাকবেন যেভাবে
১) প্রথমে ভালো করে মুখ পরিষ্কার করে নিয়ে টোনার আর ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
২) এবার প্রাইমার লাগান। মেকআপের আগে এটি লাগালে মেকআপ দীর্ঘক্ষণ টিকে থাকবে। দাগ-ছোপ ঢাকতেও প্রাইমার ভালো কাজ করে। এ ক্ষেত্রে ম্যাটিফাইং প্রাইমার ব্যবহার করতে ভুলবেন না।
৩) ব্রণ, ব্রণের দাগ, অন্যান্য দাগছোপের ওপর ত্বকের রঙের সঙ্গে মানানসই কনসিলার লাগান। ব্রাশ দিয়ে ভালো করে ত্বকের সঙ্গে মিশিয়ে নিন। ব্রণের দাগ আবছা হয়ে আসবে।
৪) এবার ফাউন্ডেশন ব্যবহার করুন। আপনার ত্বকের সঙ্গে মানানসই ফাউন্ডেশন লাগান।
- ট্যাগ:
- লাইফ
- ব্রণ সমস্যা
- মেকআপ টিপস