১৭ বছর বয়সেই সাত মহাদেশের ৭টি পর্বত জয়ের রেকর্ড

যুগান্তর প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৪, ১৮:১৬

বিশ্বের কনিষ্ঠতম নারী পর্বতারোহী হিসেবে সাত মহাদেশের ৭টি সর্বোচ্চ শৃঙ্গ জয়ের নতুন ইতিহাস গড়েছেন কাম্যা কার্তিকেয়ান। মাত্র ১৭ বছর বয়সেই এই নজির গড়েন ভারতের মুম্বাই নৌবাহিনী স্কুলের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।



কার্তিকেয়ান যে পর্বতগুলো জয় করেছেন সেই তালিকায় রয়েছে, আফ্রিকার মাউন্ট কিলিমাঞ্জারো, ইউরোপের মাউন্ট এলব্রুস, অস্ট্রেলিয়ার মাউন্ট কোসকিয়াজকো, দক্ষিণ আমেরিকার মাউন্ট অ্যাকোনকাগুয়া, উত্তর আমেরিকার মাউন্ট দেনালি ও এশিয়ার মাউন্ট এভারেস্ট।


কার্তিকেয়ানের সফল পর্বত জয়ের তালিকায় সর্বশেষ সংযোজন হলো মাউন্ট ভিনসেন্ট অ্যান্টার্কটিকা। সদ্য সেই অভিযান সম্পূর্ণ করেছেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও