১০ মিনিট থাকতে হবে মর্গে! ২৬,০০০ টাকার চাকরির জন্য পিলে চমকানো শর্ত
eisamay.com
প্রকাশিত: ০২ জানুয়ারি ২০২৫, ১৫:১২
মাসে মাইনে ৩০০ ডলার, অর্থাৎ, ভারতীয় মুদ্রায় ২৬,০০০ টাকার মতো। কখনও কখনও ২৪ ঘণ্টার শিফ্টে কাজ করতে হবে। তবে, এই চাকরি পাওয়ার যোগ্যতা অর্জনের জন্য, আগ্রহী প্রার্থীদের দিতে হবে এক অদ্ভুত পরীক্ষা। হিমায়িত ঠান্ডা মর্গে কাটাতে হবে ১০ মিনিট৷ নেট-দুনিয়ায় হইচই ফেলে দিয়েছে চিনের এক চাকরির বিজ্ঞাপন।
বিজ্ঞাপনটি অবশ্য এক ফিউনেরাল হোমের ‘মর্গ ম্যানেজার’ পদের। দিয়েছে ‘রুশান মিউনিসিপ্যাল ব্যুরো অফ হিউম্যান রিসোর্সেস অ্যান্ড সোশ্যাল সিকিওরিটি’। তাদের অনলাইন বিজ্ঞাপনে বলা হয়েছে প্রার্থীদের অবশ্যই পুরুষ হতে হবে। বয়স হতে হবে ৪৫ বছরের কম। কমপক্ষে জুনিয়র সেকেন্ডারি স্কুলের শিক্ষা থাকতে হবে। সেই সঙ্গে বলা হয়েছে ইন্টারভিউয়ের সময় তাদের ১০ মিনিট মর্গে কাটাতে হবে। এই সব শর্ত পূরণ করতে পারলে, নির্বাচিত প্রার্থীকে তিন বছরের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে।
- ট্যাগ:
- জটিল
- ভাইরাল
- ফেসবুক ভাইরাল
- টুইটার ভাইরাল