বছরে আয় ৪০ লক্ষেরও বেশি, GST নোটিস পেলেন ফুচকা বিক্রেতা
eisamay.com
প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২৫, ১১:২৭
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, একটি সরকারি বিজ্ঞপ্তি। সেটিকে জিএসটি নোটিস বলে দাবি করেছেন নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় দাবি, তামিলনাড়ুর এক ফুচকা বিক্রেতাকে পাঠানো হয়েছে ওই জিএসটি বিজ্ঞপ্তি। সেখানে লেখা রয়েছে, ২০২৩-২৪ অর্থবর্ষে শুধুমাত্র অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমেই ৪০ লক্ষ টাকার উপরে টাকা ঢুকেছে ওই ফুচকা বিক্রেতার অ্যাকাউন্টে। সেই কারণেই তাঁকে জিএসটি বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। ওই বিজ্ঞপ্তির ছবি এখন নেটদুনিয়ায় ভাইরাল। তার সত্যতা যদিও ‘এই সময় অনলাইন’ যাচাই করেনি। কেউ মজার ছলে বলছেন, এ বার কর্পোরেট ধাঁচে ব্যবসায় নামা উচিত ওই ফুচকা বিক্রেতার। কারও উপদেশ বিদেশে রপ্তানির রাস্তা খুলে যাবে এর পর থেকে।