হারিয়ে যাওয়ার ৫২ বছর পর যুক্তরাজ্যে খোঁজ মিলল নারীর

প্রথম আলো যুক্তরাজ্য / ইংল্যান্ড প্রকাশিত: ০২ জানুয়ারি ২০২৫, ২০:১০

বহু বছরের পুরোনো একটি ছবি, দাগ পড়ে অনেকটাই আবছা হয়ে গেছে, ছবির মানুষটির চেহারা তেমন একটা বোঝা যায় না। সেই ছবি দিয়েই নিখোঁজ সংবাদ প্রকাশ করে ৫২ বছর আগে হারিয়ে যাওয়া এক নারীর সন্ধান পেয়েছে পুলিশ।


ওই নারীর নাম শিলা ফক্স। এখন তাঁর বয়স ৬৮ বছর। ১৯৭২ সালে কভেন্ট্রি থেকে তিনি নিখোঁজ হন। তখন তাঁর বয়স ছিল ১৬ বছর।


সে সময় তিনি বাবা-মায়ের সঙ্গে বসবাস করতেন। এক ব্যক্তির সঙ্গে তাঁর সম্পর্ক ছিল বলে জানিয়েছে যুক্তরাজ্যের ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ। কর্মকর্তারা বলেছেন, ওই নারীর বিষয়ে সব সময়ই তাঁরা খোঁজখবর রেখেছিলেন। তাঁদের বিশ্বাস ছিল, তিনি হয়তো নিজের এলাকা ছেড়ে অন্য কোথাও চলে গেছেন।


গত রোববার ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ ফক্সকে খুঁজে পেতে সাহায্য করার জন্য নতুন করে আবেদন করে। পুলিশের ওয়েবসাইটে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ফক্সের একটি ছবি দিয়ে তাঁর সন্ধান পেতে সাহায্যের আবেদন করা হয়। ছবিটি ফক্স যে সময় নিখোঁজ হয়েছিলেন, তার কাছাকাছি সময়ে তোলা।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও